সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের পূর্বাভাস

৪ সপ্তাহ আগে
মৌসুমি বায়ু বাংলাদেশে ওপর মোটামুটি সক্রিয় জানিয়ে আবহাওয়া অফিস বলছে, সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বারতি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

 

এ পরিস্থিতি আগামী সপ্তাহেও অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছে সংস্থাটি।

 

আজ রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

 

এছাড়া আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এসময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।   

 

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

]]>
সম্পূর্ণ পড়ুন