সন্ধ্যায় বাসা থেকে ডেকে নিল বন্ধুরা, ভোরে ডোবায় মিলল মরদেহ

২ সপ্তাহ আগে
ময়মনসিংহের ত্রিশালে নূর মোহাম্মদ (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ হওয়ার পরদিন ভোরে গ্রামের একটি ডোবায় মুখমণ্ডল পানির নিচে ডুবে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত নূর মোহাম্মদ উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

পরিবারের বরাতে জানা গেছে, বুধবার (২৫ জুন) মাগরিবের নামাজের পর একই গ্রামের কাওসার (১৮) ও সাদেক (৩৫) তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আর বাসায় ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি।

 


পরদিন বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে পশ্চিম বালিপাড়ার আয়ুব আলী মেম্বারের বাড়ির পাশের একটি ডোবায় মুখ ডুবন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

আরও পড়ুন: ময়মনসিংহে আওয়ামী লীগকে পুনর্গঠনের চেষ্টা, কলেজ অধ্যক্ষ আটক

 

নিহতের পরিবারের দাবি, নূর মোহাম্মদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন ছিল বলেও তারা উল্লেখ করেন। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

নিহতের চাচাতো ভাই মাহাদি হাসান বলেন, আমার ভাই সাদাসিধা জীবন-যাপন করত। তাকে কাওসার, সাদেকসহ কয়েকজন ডেকে নিয়ে যায়। তারাই পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

 

নূর মোহাম্মদের বাবা নিজাম উদ্দিন বলেন, আমার ছেলে সংসারের সব কাজ করত। সে ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

 

আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন