বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে শহরতলীর মান্দার তলার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা সুজন সিকদার গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদারের ছোট ভাই।
আরও পড়ুন: মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন গ্রেফতার
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গত ১৬ জুলাই গোপালগঞ্জ শহরের পৌরপার্কে এনসিপির পথসভায় হামলা ও সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুজন সিকদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিকেলে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য , গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার রহমান বাদী হয়ে গত ২৮ জুলাই ৪৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলা নং-৩১।