সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠি মিছিল

৪ সপ্তাহ আগে ১১
চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর উদয়ন মোড় ব্যবসায়ী সমিতির আয়োজনে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) উদয়ন সমবায় মার্কেট থেকে মিছিলটি বের হয়ে উদয়ন মোড়, পাওয়ার হাউস মোড়, ফায়ার সার্ভিস মোড় ও রেলস্টেশন মার্কেট সড়ক প্রদক্ষিণ করে সমবায় মার্কেটে এসে হয়।


হুজরাপুর উদয়ন মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি আইয়ুব আলী ও বিশিষ্ট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা জামাল উদ্দিন নাসেরের সার্বিক তত্ত্বাবধানে এ বিক্ষোভ লাঠি মিছিল বের করা হয়। মিছিল শেষে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা জামাল উদ্দিন নাসের ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন। এছাড়া সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী সভায় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: বরগুনায় টোল আদায়ের নামে প্রকাশ্যে চাঁদাবাজি; না দিলে মারধরের অভিযোগ


সভায় ব্যবসায়ীরা জানান, সম্প্রতি হুজরাপুর উদয়ন মোড় এলাকায় কিছু সন্ত্রাসী ও চাঁদাবাজির ঘটনা ঘটায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব এলাকায় মাদকের ভয়াবহ ছোবল ইদানিং ছড়িয়ে পড়েছে। আগামীতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে তাদের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।


এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ব্যবসায়ীরা নিয়মিত পুলিশি টহল জোরদার করার আহ্বান জানান ব্যবসায়ীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন