সন্ত্রাস ও অপরাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

২ সপ্তাহ আগে
সন্ত্রাস ও অপরাজনীতিমুক্ত শিক্ষাঙ্গণ গড়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

সোমবার (২৩ জুন) সকালে নগরীর তেতুলতলা মোড়স্থ ক্যাম্পাসে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে প্রতিবাদে অংশ নেন তারা।

 

শিক্ষার্থীরা জানান, গত ২১ জুন বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক ছাত্র ও বহিরাগতদের নেতৃত্বে শিক্ষকদের লাঞ্ছিত করা হয় এবং ভয়ার্ত পরিস্থিতির মধ্যে উপাচার্য পদত্যাগে বাধ্য হন। এই ঘটনায় জড়িত শেখ তাশিক আহম্মেদ ও বাইজিদ সরদার নামের দুই শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার এবং দ্রুত নতুন উপাচার্য নিয়োগের দাবি জানান তারা।

 

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উৎসব আহম্মেদ জানান, শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবেই রাজনৈতিক প্রভাব মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, ভিসিকে নামানো হয়েছে, কেন নামিয়েছে, তার কী দোষ এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মূল কথা আমাদের ভিসি নেই। একটা বিশ্ববিদ্যালয়ে ভিসি শূন্য থাকলে আমাদের ভবিষ্যৎ পুরোটাই অন্ধকার। আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের ভিসি আসুক। ইউজিসি থেকে কবে নাগাদ নতুন ভিসি দেওয়া হবে এর সময়সীমা দিতে হবে। ভারপ্রাপ্ত ভিসি দিয়ে আমাদের কাজ নেই। আমাদের সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে না।

 

আরও পড়ুন: ১৯ দিন পরই ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

 

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি গুটি কয়েক ছাত্র এই বিশ্ববিদ্যালয়টাকে তাদের রাজত্ব বানিয়ে বসে আছে। শেখ তাশিক আহম্মেদ নামের এই ছেলে তার সিনিয়রদের গায়ে হাত দিচ্ছে। শিক্ষকদের গায়ে হাত দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের চাকরিচ্যুত করছে। তার কথার বিপরীতে গেলেই ফ্যাসিস্টের ট্যাগ দিয়ে মানহানি মারধর করছে। আর এই সকল কাজই সে করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদের অপব্যবহার করে।  

 

এ সময় তারা ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের আহ্বান জানান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন