সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদলের সঙ্গে তারেক রহমানের বৈঠক

১ সপ্তাহে আগে
বিএনপির গুলশান কার্যালয়য়ে সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩ জানুয়ারি) রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

 

ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, রাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি নেতৃবৃন্দকে জানিয়েছেন, তিনি সংখ্যালঘু বিভাজনে যেতে চান না।

 

আরও পড়ুন: বেগম জিয়ার জন্য রাষ্ট্রীয় শোক শেষে যে বার্তা দিলেন তারেক রহমান

 

এদিকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বেগম খালেদা জিয়া যেমন নিরাপত্তা দিয়েছেন, তারেক রহমানের কাছেও তেমনটা চেয়েছেন।

 

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী বলেন, রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে যেসব চ্যালেঞ্জ সামনে এসেছে সেগুলো নিরসন করে কিভাবে এগিয়ে যাওয়া যায়, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন