তিনি বলেন, ‘৫ আগস্টের আগের রাজনীতি আর ৫ আগস্টের পরের সময়ের রাজনীতি, কিন্তু এক নয়। যদি কেউ মনে করে থাকেন আগের স্টাইলে রাজনীতি করবেন, তাহলে ভুল করবেন। আগের স্টাইলে রাজনীতি করলে মানুষ গ্রহণ করবে না। মুষ্টিমেয় কিছু লুটেরা, লোভী মানুষের জন্য বাংলাদেশের সকল সময়ে সুযোগ হাতছাড়া হয়ে গেছে। এবার যাতে সুযোগ হাত ছাড়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
শনিবার (২১ জুন) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
সভাপতির বক্তব্যে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘নতুন সদস্য সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে আপনাকে যারা মামলা দিয়েছে, হামলা চালিয়েছে, বাসায় যারা ঘুমাইতে দেয় নাই, যারা অত্যাচার, গুম খুনের সাথে জড়িত ছিল তারা বিএনপিতে নতুন সদস্য হওয়ার যোগ্যতা রাখে কি না সেটা দ্বিতীয়বার ভাবতে হবে, এটা আমার মতামত রেখে গেলাম।’
আরও পড়ুন: ঐক্য ছাড়া কোনো সংস্কারই সফল হবে না: খসরু
তিনি বলেন, ‘আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। কারণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছেন, ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য, দেশের গণতন্ত্র রক্ষার জন্য, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যা যা সংস্কার প্রয়োজন তা বিএনপি’র হাত দিয়েই হয়েছে এবং ভবিষ্যতেও হবে। সেটা অন্য কোনো দল মানুক আর না মানুক এটাই সত্য।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাশুকুর রহমান। অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।