সোমবার (১২ মে) রাতে সদরঘাটের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ভবনের বাথরুমের ইটের নিচে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এছাড়া একটি ম্যাগাজিনে থাকা ৬ রাউন্ড গুলি, একটি পুরোনো রেঞ্চ, একটি লোহার কাটার ও জব্দ করা হয়।
পুলিশ জানায়, পূর্ব মাদারবাড়ী এলাকার সোনালী পরিবহন সংস্থার মালিক গত ২০ জানুয়ারি থানায় অভিযোগ করেন যে, রাতে তার অফিসে চুরি হয়। এসময় চোরেরা তার একটি লাইসেন্স করা বিদেশি পিস্তল সেটির ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং নগদ প্রায় ২ লাখ টাকা নিয়ে গেছে।
অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রথমে গ্রেপ্তার করা হয় মো. শাকিল বাবুকে। পরে তার দেওয়া তথ্যে ধরা পড়ে জিল্লুর রহমান রহিত। এ মামলায় আবু বক্কর সিদ্দিক ও মো. আরিফ হোসেন মেহেদীকে পরে গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন: গজারিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তার ৩ জন একাধিক মামলার আসামি। এর মধ্যে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ১৩টি, মেহেদী হাসানের নামে ২২টি, শাকিল বাবুর বিরুদ্ধে ১৭টি এবং জিল্লুর রহমান রহিতের নামে ৫টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে। উদ্ধার অস্ত্রটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।