ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন বলছে, ভারতের নেটদুনিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি তারকাদের। আর এ নিষিদ্ধ ঘোষণার জন্য অভিনেত্রী হানিয়া দায়ী করেছেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে।
হানিয়ার ভাইরাল পোস্টে লেখা, ‘কাশ্মীরে যে কাণ্ড পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ঘটিয়েছেন, তার জন্য পাকিস্তানের গোটা বিনোদন জগতে প্রভাব পড়েছে। ভারতে পাকিস্তানি শিল্পী সমাজমাধ্যমও নিষিদ্ধ করে দেয়া হয়েছে।’

ওই পোস্টে আরও লেখা হয়, ‘আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি, আমরা পাকিস্তানের সাধারণ মানুষ, আমরা ভারতীয়দের কোনও ক্ষতি করিনি। কিছু জঙ্গি ও পাকিস্তানি সেনা রয়েছেন কাশ্মীরের ঘটনার পিছনে। যা পদক্ষেপ করার তা জঙ্গি ও পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে করুন, সাধারণ মানুষকে ছেড়ে দিন।’
আরও পড়ুন: হানিয়াকে চমকপ্রদ উপহার পাঠালেন ভারতীয় ভক্তরা!
এমন স্ট্যাটাস অর্ন্তজালে ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘরে নেটিজেনদের একদল হানিয়ার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। আবার অনেক নেটিজেন দাবি করেছেন হানিয়ার ওই আইডিটি ভুয়া।
আরও পড়ুন: হানিয়া আমির প্রসঙ্গে বোমা ফাটানো তথ্য দিলেন চিকিৎসক
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী হানিয়া ভাইরাল পোস্টটি প্রসঙ্গে ইতিবাচক কোনো অফিশিয়াল বক্তব্য এখনও দেননি। মন্তব্যটি তার নয়, এমনও কোনো বিরোধিতা প্রকাশ করেননি। তাই ভাইরাল স্ট্যাটাসটি সত্যি হানিয়া আমিরের কিনা তা এখনও জানা যায়নি।
]]>