সত্যি কি বলিউডে পা রাখছেন হলিউডের তারকা সিডনি সুইনি?

৩ সপ্তাহ আগে
ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমার প্রস্তাব পেয়েছেন হলিউড তারকা সিডনি সুইনি। খুব শিগগিরই বলিউডের সিনেমায় দেখা যেতে পারে আন্তর্জাতিক এ তারকাকে। শোবিজ দুনিয়ার পাশাপাশি তাই নেটদুনিয়ায় আলোচনায় অভিনেত্রী।

গুঞ্জন উঠেছে, বলিউডে এ তারকাকে কাজ করানোর জন্য বিশাল পরিমাণ অর্থের প্রস্তাব দেয়া হয়েছে। টাকার অংক চোখ কপালে উঠার মতো। বলিউডে কাজ করারা জন্য এ তারকা পেতে চলেছে প্রায় ৫৩০ কোটি টাকা।

 

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্র বলছে, সিডনি সুইনির সঙ্গে ডিলের মধ্যে শুধু অভিনয়ের জন্য থাকছে ৩৫ মিলিয়ন পাউন্ড। আর স্পন্সরশিপের মাধ্যমে যোগ হবে আরও ১০ মিলিয়ন।

 

আরও পড়ুন: ঘুমের মধ্যে মারা গেলেন অস্কারজয়ী অভিনেতা রবার্ট রেডফোর্ড

 

এ গুঞ্জন সত্যি হলে বলিউডের ইতিহাসে আন্তর্জাতিক কোনো তারকার মধ্যে এটাই হতে যাচ্ছে সবচেয়ে বড় অফারগুলোর একটি। শোনা যাচ্ছে, ছবির গল্পে দেখা যাবে এক তরুণ আমেরিকান তারকার প্রেমে পড়েছেন। শুটিং হবে নিউইয়র্ক, প্যারিস, লন্ডন আর দুবাইতে। ২০২৬ সালের শুরুতেই হবে শুটিং।

 

আরও পড়ুন: বাংলাদেশি বংশোদ্ভুত সাবরিনাকে বিয়ে করলেন মালয়েশিয়ার অভিনেতা

 

সিনেবোদ্ধারা বলছেন, পরিকল্পনা অনুযায়ী সিনেমাটি নির্মাণ হলে এ সিনেমাই হতে পারে বিশ্ববাজারে বলিউডের পরিসর বাড়ানোর বড় পদক্ষেপ। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। টেলিভিশন থেকে ব্লকবাস্টার ছবিতে উঠে আসা সুইনি আপাতত ভেবে দেখছেন অফারটি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন