দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের শিরোপা জেতার পর ‘সাবিত্রী’ এবার কলকাতার সিনেমা উৎসবে লড়বে।
দীর্ঘ ৮ বছর, তবে লক্ষ্য স্থির। ‘সাবিত্রী’ সিনেমাটি মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ের কঠিন বাস্তবতার পটভূমিতে নির্মিত হয়েছে। যার পেছনের কারিগর চলচ্চিত্র নির্মাতা পান্থ প্রসাদ।

১৯৭১ সালে দেশের জন্য সাবিত্রীর জীবন যেমন হুমকির মুখে পড়েছিল; ঠিক তেমনি যুদ্ধ পরবর্তী সময়ে সামাজিক বাস্তবতার নিরিখে সাবিত্রী ও তার যুদ্ধশিশু মঙ্গলকে টিকে থাকতে প্রতিটি মুহূর্ত লড়াই করতে হয়েছে, যা পান্থ প্রসাদের দক্ষ নির্মাণশৈলীতে রুপালি পর্দার ক্যানভাসে স্পষ্ট ফুটে উঠেছে।
সিনেমাটি এর আগে গাঙ্গে সুর ফ্রেন্স চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার ঘরে তোলে। এটি প্রদর্শিত হয়েছে ভারতের ৩য় ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক চলচ্চিত্র সম্মাননা উৎসবে প্রদর্শনের জন্যও চূড়ান্ত হয়েছে।
আরও পড়ুন: পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা রাজ রিপার!
‘সাবিত্রী’র সম্পাদনা, শব্দশৈলী ও রঙবিন্যাস করেছেন সুজন মাহমুদ। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নার্গিস, অনন্ত হিরা, সৈকত সিদ্দিকী, রোকেয়া প্রাচী, বৈশাখী ঘোষসহ আরও অনেকে।
আরও পড়ুন: অনেক স্বার্থপর বাবা দেখেছি: জয়
]]>