মাদকের হটস্পট রংপুর, প্রকাশ্যে অর্ধশত স্পটে চলছে রমরমা বাণিজ্য

১ ঘন্টা আগে
মাদকের হটস্পটে পরিণত হয়েছে রংপুর। শহরের প্রধান তিনটি কলোনি ছাড়াও প্রতিটি উপজেলার অর্ধশত স্পটে প্রতিদিন প্রকাশ্যেই চলে বিভিন্ন ধরনের মাদক বেচাকেনা। ‎দিন-দুপুরে অনেকটা অবাধে চলছে মাদক বিক্রি। রংপুর নগরীতে এই দৃশ্য যেন নিত‍্যদিনের।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদক বিক্রির চিত্র সময় সংবাদের ক‍্যামেরা সামনে ধরা পড়লে পালিয়ে যায় মাদক বিক্রেতারা। নগরীর কেডিসি রোড, রেলস্টেশন, মুলাটোল ছাড়াও শহরের অর্ধশত স্পটে প্রতিদিনের মাদক কেনাবেচা হয় প্রকাশ্যে। এমনকি উপজেলাতেও ইয়াবা, গাঁজা, হিরোইন, ফেনসিডিলের রমরমা বাণিজ্য চলে।


অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের পাশাপাশি মাদক নির্মূলকারীরাও জড়িত মাদক ব্যবসায়।


নগরীর কেডিসি রোডের বাসিন্দা জুয়েল মিয়া সময় সংবাদকে বলেন, ‘এখানে নেশার আড্ডা বেশি। প্রচুর পরিমাণে নেশা জাতীয় দ্রব বিক্রি হয় এবং মানুষ কিনতে আসেন। পুরো এলাকায় ২৪ ঘণ্টায় চলে মাদকের আড্ডা। এখন আপনি কিছু বলতে যাবেন প্রশাসন এসে আপনাকেই চাপ দেবে। আমরা চাই এখানে যাতে কোনোভাবেই মাদক ব‍্যবসা না হয়। এতে করে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে।’


আরও পড়ুন: আকাশপথেও দেদার চলছে মাদক চোরাচালান, নিত্যনতুন কৌশল অবলম্বন কারবারিদের


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বলছে, গত ছয়মাসে মাদককারবারির সঙ্গে জড়িত প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে।


এ দিকে রংপুর মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক বিপ্লব কুমার মদক বলেন, ‘প্রতিনিয়ত আমরা রাস্তায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছি। যাতে করে মাদক ব‍্যবসায়ীরা সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে খুব সহজে মাদক আনতে না পারে। গোপন সোর্সের মাধ্যমে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত তল্লাশির কারণে আসামি ধরা পড়ছে। এ বিষয়ে সর্তক আছি আমরা।’


আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩


‎এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মারুফ আহমেদ বলেন, ‘যেসব এলাকায় বেশি মাদক বিক্রি হয় সেসব এলাকায় আমাদের গোপন নজরদারী ও তথ্য সংগ্রহ করে থাকি। যাতে করে মাদকের বিস্তার প্রতিরোধ করা যায়। এ ছাড়াও মাদক নির্মূলে প্রতিনিয়ত অভিযান করা হচ্ছে। হটস্পট এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ অভিযান করা হচ্ছে। সবসময় সর্তক আছে মেট্রোপলিটন পুলিশ।’


মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্যমতে, গত ৬ মাসে ৯০০ অভিযানে ২৯৪ জনকে গ্রেফতার ও ২২৮ জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন