সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে বড় সুখবর

১ সপ্তাহে আগে
সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করে আগের মুনাফার হার বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৪ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


এর ফলে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর মাস পর্যন্ত যে হারে মুনাফা পেতেন সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা, আগামী ছয় মাসও সেই হারেই মুনাফা দেয়া হবে।

 

আরও পড়ুন: সঞ্চয়পত্রের মুনাফার হার পুনঃনির্ধারণ


এর আগে গত ৩০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছিল। স্কিমের ধরন অনুযায়ী নতুন মুনাফার হার নির্ধারণ করা হয়েছিল ১০ দশমিক ৫৯ শতাংশ থেকে ৮ দশমিক ৭৪ শতাংশ।


নতুন নির্ধারিত হারে জাতীয় সঞ্চয় স্কিমের অধীন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট হিসাবের সুদের হার পুনঃনির্ধারণ করা হয়েছিল


তবে অপরিবর্তিত রাখা হয়েছিল ‘জাতীয় সঞ্চয় স্কীম' এর আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব স্কীমের মুনাফা হার।

]]>
সম্পূর্ণ পড়ুন