সোমবার (৬ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
এর আগে রোববার (৫ জানুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সরকারের অর্থ দিয়ে সঞ্চয়পত্র চজবফভ ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়ে একটি বিশেষ আদেশ জারি করে এনবিআর।
এই প্রজ্ঞাপন দুটি জারি করার ফলে জুলাই গণঅভ্যুত্থানের শহদদ পরিবারের নারী পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সের সদস্য আয়কর রিটার্ন দাখিল না করেই সরকারি অনুদানের অর্থ দ্বারা পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারবেন।
আরও পড়ুন: শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন: পরিবেশ উপদেষ্টা
বিদ্যমান বিধান অনুযায়ী, যে কোনো বয়সের নারী পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারেন। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ চাড়া অন্য বয়সের পুরুষরা পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারেন না। তাই শহীদ পরিবারের পুরুষ ক্রেতার ক্ষেত্রে সরকার বিদ্যমান বয়সসীমা শিথিল করলো।