সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক পুনর্বিনিয়োগ সুবিধা না দেয়ার নির্দেশ

৫ দিন আগে
সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুনর্বিনিয়োগের সুবিধা না দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। বিষয়টি পরিপালনের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (৫ জানুয়ারি) সরকারের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

এতে বলা হয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রে পুনর্বিনিয়োগের সুবিধা পাবেন না। পাবেন শুধু ব্যক্তি বিনিয়োগকারীরা।

 

আরও পড়ুন: সঞ্চয়পত্রে গ্রাহক ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা

 

এদিকে আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজে চাকরিরত বাংলাদেশি নাবিক (মেরিনার) ও এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিরত বাংলাদেশি পাইলট ও কেবিন ক্রুরা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারবেন। এসব বিষয় এতদিন অস্পষ্ট ছিল।

 

এ সংক্রান্ত নির্দেশনা শরীয়াহ্ ভিত্তিক পরিচালিত ব্যাংক ব্যতীত দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

]]>
সম্পূর্ণ পড়ুন