প্রাথমিকে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে ছায়ানটের মানববন্ধন করা হয়েছে। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা।
মানবন্ধনে জাতীয় সঙ্গীতসহ বিভিন্ন গান গেয়ে প্রতিবাদ জানান তারা। মানবন্ধনে অংশ নেয়া শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত বিষয়ে পড়াশোনা করছেন হাজার হাজার শিক্ষার্থী। সরকারের সিদ্ধান্তে কর্মসংস্থান থেকে বঞ্চিত হবেন তারা।
আরও পড়ুন: চলছে ওয়েডিং কার্নিভালের দ্বিতীয় দিন
একটি মানবিক সমাজ বিনির্মানে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষকের প্রয়োজন আছে উল্লেখ করে ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানান।
আরও পড়ুন: ‘কান আন্তর্জাতিক নৃত্য উৎসবে’ অংশগ্রহণ করবেন পূজা সেনগুপ্ত
এর আগে গত ২৮ আগস্ট প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রেখে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। কিন্তু পরে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধীতার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·