সঙ্গ পেতে ৭৫ বছর বয়সে বিয়ে, পরদিনই বরের মৃত্যু

১ সপ্তাহে আগে
৩৫ বছর বয়সি নারীকে বিয়ে করেছিলেন ৭৫ বছর বয়সের একজন বৃদ্ধ। দীর্ঘ নিঃসঙ্গ জীবনে সঙ্গ পেতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরিকল্পনা অনুযায়ী হলো না কিছুই। বিয়ের পরের দিন সকালেই তার মৃত্যু হয়।

ভারতের উত্তরপ্রদেশের কুছমুছ নামের এক গ্রামে ঘটেছে এ ঘটনা। বৃদ্ধের নাম সঙ্গরুরাম। 

 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বছর খানেক আগে সঙ্গরুরামের স্ত্রী মারা যান। দম্পতি নিঃসন্তান ছিলেন। ফলে স্ত্রীর মৃত্যুর পর তিনি একেবারেই একা হয়ে পড়েন। চাষবাস করে দিন কাটাতেন। কিন্তু একা থাকতে ভালো লাগত না। তাই আরও একবার বিয়ে করবেন বলে মনস্থির করেছিলেন বৃদ্ধ।

 

আত্মীয়স্বজনরা এই বয়সে নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে নিষেধ করেছিলেন সঙ্গরুরামকে। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে শেষ পর্যন্ত অনড় ছিলেন। 

 

জালালপুর এলাকার মেয়ে ৩৫ বছর বয়সি মনভবতী বিয়েতে রাজি হন। প্রথমে তারা আদালত থেকে আইনি বিয়ে সেরে ফেলেন। পরে স্থানীয় মন্দিরে গিয়ে মালাবদল করেন গেল ২৯ সেপ্টেম্বর। 

 

আরও পড়ুন: ভারত /চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

 

কনে জানিয়েছেন, বিয়ের দিন রাতে বেশিরভাগ সময়ই তারা কথা বলে কাটিয়েছেন। ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। কীভাবে ঘর-সংসারের দায়িত্ব বুঝে নিতে হবে, স্ত্রীকে তা ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন বৃদ্ধ। 

 

কিন্তু পরের দিন সকালে আচমকা তার স্বাস্থ্যের অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই বৃদ্ধকে, কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

বৃদ্ধের আত্মীয়স্বজন তো বটেই, এমন আচমকা মৃত্যু গ্রামবাসীদেরও সন্দিহান করে তুলেছে। অনেকের দাবি, এই মৃত্যু স্বাভাবিক নয়।

 

নেপথ্যে রয়েছে কোনো ‘ষড়যন্ত্র’। বৃদ্ধের যে আত্মীয়রা দিল্লিতে থাকেন, তারাও মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশি তদন্ত হবে কি না, বৃদ্ধের দেহের ময়নাতদন্ত করা হবে কি না, তা নিয়েও জল্পনা রয়েছে।

 

সূত্র: আনন্দবাজার
 

]]>
সম্পূর্ণ পড়ুন