সকালে স্বামীর সঙ্গে ঝগড়া, রাতে ঝুলন্ত মরদেহ উদ্ধার গৃহবধূর

৪ দিন আগে
মাদারীপুরের শিবচরে নিজঘর থেকে জামিলা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) রাত ৮টার দিকে শিবচর উপজেলার শিবরায়েরকান্দি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জমিলা একই এলাকার সোনামিয়া মাদবরের মেয়ে ও ভ্যানচালক মুসা মুন্সির স্ত্রী।


পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনবছর আগে রাজবাড়ির মুসার সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে হয় মাদারীপুরের শিবচরের জামিলার। শুক্রবার সকালে স্বামী মুসা মুন্সির সঙ্গে খুটিনাটি বিষয় নিয়ে ঝগড়া তার। পরে মুসা ভ্যান নিয়ে কাজে বেরিয়ে যায়। রাত ৮টার দিকে বসতঘরে জামিলার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির অন্যরা। খবর পেয়ে মুসা এসে জামিলাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালের চিকিৎসক পরীক্ষানিরীক্ষা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মোরেলগঞ্জে খালে ভাসছিল নিখোঁজ ভ্যানচালকের মরদেহ

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, ঘরের দরজা ভেঙে মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন