সকাল বেলার ক্লান্তি দূর করবে এই জাদুকরী পানীয়

৩ সপ্তাহ আগে
ক্লান্তি দূর করার জন্য কিছু প্রাকৃতিক উপাদানে তৈরি একটি “জাদুকরী পানীয়” খুবই কার্যকর হতে পারে। নিচে একটি প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর পানীয়র রেসিপি দেয়া হলো যা আপনাকে সতেজতা ও শক্তি দেবে।

জাদুকরী ক্লান্তি কমে যাবে এই পানীয়তে


উপকরণ-

১ গ্লাস ঠান্ডা পানি (বা নারকেল পানি)

১ চা চামচ মধু

১ চা চামচ লেবুর রস

১ চিমটি গোলমরিচ গুঁড়া (ঐচ্ছিক)

৩-৪টি পুদিনা পাতা (সতেজতা বৃদ্ধির জন্য)

১/২ চা চামচ আদা কুচি বা রস (উজ্জীবিত রাখে)

 

আরও পড়ুন: সকালে পেঁপে খাওয়ার উপকারিতা


প্রস্তুত প্রণালী-

১. একটি গ্লাসে ঠান্ডা পানি বা নারকেল পানি নিন।
২. তাতে মধু, লেবুর রস, আদা রস ও গোলমরিচ মেশান।
৩. পুদিনা পাতা হাত দিয়ে সামান্য চেপে পানীয়তে দিন।
৪. সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন।
৫. চাইলে কয়েকটি বরফের টুকরো যোগ করুন।

 

আরও পড়ুন: জটিল রোগের সমাধান দেবে ভেজানো কিশমিশ


খাওয়ার সময়-

সকালবেলা খালি পেটে অথবা দুপুরে কাজের ফাঁকে খেলে দ্রুত ক্লান্তি কেটে যাবে।

এই পানীয়টি শুধু ক্লান্তি কমায় না, বরং হজমশক্তি বাড়ায়, মনোযোগ ধরে রাখে, আর শরীরকে রিফ্রেশ করে। 

]]>
সম্পূর্ণ পড়ুন