শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সাংবাদিক এ কথা জানান তিনি।
ডা. মো. আবু জাফর বলেন, রাত সাড়ে ১২টার দিকে উপদেষ্টাকে হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে বর্তমানে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে কিছু পরীক্ষা-নিরীক্ষায় ভালো রিপোর্ট এসেছে।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে: ফারুকী
এ সময় উপদেষ্টার কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্বাস্থ্য অধিদফতরের ডিজি।
কক্সবাজারে একটি কর্মশালায় যোগ দিতে সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, পরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় আনা হয়।