মদিনার আল-মসজিদ আন-নববীর এই গ্রন্থাগারটি গেট ১০-এর পাশের ছাদে অবস্থিত। সংস্কারকাজ শেষে এটি এখন আরও সহজ প্রবেশাধিকার, উন্নত পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ও বাড়তি গবেষণা সুযোগসহ খুলে দেওয়া হয়েছে।
শত শত বছর পুরনো দুষ্প্রাপ্য ইসলামি পান্ডুলিপি ও গবেষণাগ্রন্থ সংরক্ষণের জন্য এবার আধুনিক জলবায়ু নিয়ন্ত্রণ প্রযুক্তি স্থাপন করা হয়েছে। বাড়ানো হয়েছে আলোর মান ও পাঠাকক্ষের পরিসর, তবে ঐতিহ্যবাহী স্থাপত্যধারা অক্ষুণ্ন রাখা হয়েছে। গ্রন্থাগারের মূল সংগ্রহের পাশাপাশি যুক্ত করা হয়েছে ডিজিটাল গবেষণা সরঞ্জামও।
আরও পড়ুন: নারীরা কি মাহরাম ছাড়া ওমরাহ করতে পারবেন?
গ্রন্থাগারটি প্রতিদিন ফজর থেকে এশার নামাজ পর্যন্ত খোলা থাকবে। বিশেষ গবেষকদের জন্য আলাদা প্রবেশের সুবিধাও রাখা হয়েছে। পাশাপাশি, ভিড় নিয়ন্ত্রণের জন্য নতুন ব্যবস্থাও চালু করা হয়েছে যাতে মূল্যবান সংগ্রহগুলো সুরক্ষিত থাকে।
এ সংস্কার প্রকল্পটি মসজিদে নববী প্রাঙ্গণের আধুনিকায়নের বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ। ভবিষ্যতে ঐতিহাসিক এ স্থানটির অন্যান্য অংশেও অনুরূপ উন্নয়ন পরিকল্পনা রয়েছে।
এই গ্রন্থাগার এখন কেবল ইতিহাসের সাক্ষ্য নয়, বরং আধুনিক গবেষণা ও জ্ঞানচর্চার এক অনন্য কেন্দ্রস্থল হিসেবেও বিবেচিত।
]]>