রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্রাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐকমত্য অপরিহার্য শিরোনামে জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: আ. লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা আতঙ্কিত: নুর
জাতীয় ঐক্যের মাধ্যমে নিরাপত্তাকে সুসংহত করা যেতে পারে মন্তব্য করে নুর বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে আবারও গণ-অভ্যুত্থান ঘটতে পারে। রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের জন্য একটি জাতীয় ঐক্যের সেটেলমেন্টে যেতে হবে।
আরও পড়ুন: নির্বাচনের আগে ভোটের পরিবেশ তৈরির দাবি নুরের
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিতে কামব্যাক না করার প্রশ্নে সবাইকে পরিষ্কারভাবে অবস্থান নিতে হবে। অন্যথায় তারা বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে।