সংস্কার বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে: আশরাফুল আলম

২ সপ্তাহ আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, ‘বাংলাদেশকে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষায় রাষ্ট্রের মৌলিক সংস্কার করা, পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার দ্রুততার সঙ্গে নিশ্চিত করতে হবে। সংস্কার ও বিচার শেষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের আয়োজন করতে হবে। এটা এখন বাংলাদেশের গণ-মানুষের দাবিতে পরিণত হয়েছে।’

শনিবার (২১ জুন) রাতে সিলেট নগরীর এক হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে হাতপাখার প্রার্থী মনোনয়নের জন্য মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন ব্যতীত এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন অসম্ভব জানিয়ে তিনি বলেন, ‘সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী ২৮ জুন ঢাকায় পীর সাহেব চরমোনাই মহাসমাবেশের ডাক দিয়েছেন। জুলাই বিপ্লব পরবর্তী এদেশের গণ-মানুষের আশার প্রতিফলন ঘটাতে দলের সর্বস্তরের নেতাকর্মীকে উক্ত মহাসমাবেশ সফল করতে হবে।’


আরও পড়ুন: একটি দলের সঙ্গে বিদেশে বসে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না: চরমোনাই পীর


তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য নজীর আহমদ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উসহাক আহমদ।

]]>
সম্পূর্ণ পড়ুন