শনিবার (২১ জুন) রাতে সিলেট নগরীর এক হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে হাতপাখার প্রার্থী মনোনয়নের জন্য মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন ব্যতীত এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন অসম্ভব জানিয়ে তিনি বলেন, ‘সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী ২৮ জুন ঢাকায় পীর সাহেব চরমোনাই মহাসমাবেশের ডাক দিয়েছেন। জুলাই বিপ্লব পরবর্তী এদেশের গণ-মানুষের আশার প্রতিফলন ঘটাতে দলের সর্বস্তরের নেতাকর্মীকে উক্ত মহাসমাবেশ সফল করতে হবে।’
আরও পড়ুন: একটি দলের সঙ্গে বিদেশে বসে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না: চরমোনাই পীর
তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য নজীর আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উসহাক আহমদ।