সংস্কার কমিটির রিপোর্ট চলতি মাসেই: উপদেষ্টা আদিলুর

৪ দিন আগে
গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন। সে মোতাবেক জানুয়ারি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্টও জমা হবে। কমিটিরগুলোর এ প্রতিবেদন পাওয়ার পরেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের নির্ধারণ করা হবে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ আদালতে 'জুলাই স্মৃতি সংযোগ করিডোর' দুই আদালতের বহুতল ভবনের সংযোগ পথের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


সংযোগ করিডোরটি ভিত্তি ফলকে শহিদ রিয়াজুল ফরাজী, শহিদ মো. ফরিদ শেখ, শহীদ মো. সজল, শহিদ মানিক মিয়া শারিক চৌধুরী ও শহিদ ডিপজল সরদারের নাম লেখা রয়েছে। তাঁদের পরিবার সদস্যদের নিয়ে উপদেষ্টা আদিলুর রহমান খান এই ফলক উন্মোচন করেন।


মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সাথে উপর তলা দিয়ে জেলা জজ আদালতের সংযোগ করা এই  করিডোর নির্মাণ হলে আইনজীবী ও বিচারপ্রার্থীদের দুই আদালতে যাতায়াত সহজ হবে।


আরও পড়ুন: সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না, ফরিদপুরে সমন্বয়করা


সংযোগ করিডোর উদ্বোধনের পর উপদেষ্টা আদালতে বৃক্ষ রোপণ করেন। এর আগে তিনি সাংবাদিকদের শহিদ পরিবার নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।


আয়োজনটি উপস্থিত ছিলেন- সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, জিপি অ্যাডভোকেট তোতা মিয়া, পিপি অ্যাডভোকেট হালিম হোসেন, স্পেশাল পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন