শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রামপুরা ব্রিজ-বাড্ডা লিংক রোডে অবস্থান নিয়ে প্রথমে সমাবেশ করে দলটি। সমাবেশটিতে গুলশান বিভাগের বেশ কয়েকটি থানার নেতাকর্মীরা অংশ নেন।
তারা বলেন, জুলাই অভ্যুত্থানে যারা আমাদের ভাইদের খুন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নির্যাতন-নিপীড়নের রাজনীতি করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো প্রকার রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না।
আরও পড়ুন: বেঁধে দেয়া সময়ের মধ্যেই সংস্কার করে ভোট সম্ভব: এনসিপি
বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সমালোচনা করে দলটির বিচার করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে, রাষ্ট্রকাঠামো সংস্কার শেষে গণপরিষদ নির্বাচনের দাবি জানান দলটির নেতারা।
যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায়, তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা।