সংসার সামলে ৫৬ বছর বয়সে পড়ার টেবিলে শাম্মী, করলেন এইচএসসি পাস

২ সপ্তাহ আগে
বয়স শুধু একটি সংখ্যা—এই সত্যটিই আবারও প্রমাণ করলেন খুলনার শাম্মী আক্তার। ৫৬ বছর বয়সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.১৮ পেয়ে পাস করেছেন তিনি। জীবনের নানা বাধা পেরিয়ে, পরিবার ও নিজের ইচ্ছাশক্তিকে সঙ্গী করে তিনি ফিরেছেন শিক্ষার টেবিলে।

১৯৮৮ সালে দশম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায় শাম্মীর। এরপর সংসার, সন্তান ও নিত্যদিনের দায়িত্ব সামলাতে গিয়ে থেমে যায় পড়াশোনা। কিন্তু থেমে যায়নি শেখার আকাঙ্ক্ষা। সময়ের পরিক্রমায় সন্তানরা বড় হলেও, বুকের ভেতর লালন করেছেন অসমাপ্ত শিক্ষার সেই স্বপ্ন।

 

২০১৯ সালে ছেলে ও স্বামীর অনুপ্রেরণায় আবারও বই হাতে নেন তিনি। প্রথমে ইকবাল নগর বালিকা বিদ্যালয়ে ভর্তি হলেও নানা জটিলতায় সেই সুযোগ বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে হতাশা গ্রাস করলেও ২০২১ সালে এক শিক্ষকের খুদে বার্তায় ফের জেগে ওঠে তার নতুন আশার আলো। নিয়মিত পড়াশোনা শুরু করেন এবং ২০২৩ সালে এসএসসি পাস করে আত্মবিশ্বাস ফিরে পান।

 

বর্তমানে তিনি শুধু শিক্ষার্থী নন, উদ্যোক্তাও। খুলনার করিমনগরে পরিবারের সহযোগিতায় শুরু করেছেন ছোট একটি ব্যবসা। নিজের মতো করে এগিয়ে চলার এই মানসিকতাই তাকে আরও আলাদা করে তুলেছে।

 

আরও পড়ুন: খুলনায় বাসা দেখার কথা বলে গৃহবধূর গলায় পিস্তল ঠেকিয়ে ডাকাতি, গ্রেফতার ৩

 

শাম্মী আক্তার বলেন, সব কাজ শেষ করে রাত ১১টার পর পড়তে বসতাম। কোনো প্রাইভেট শিক্ষক ছিল না। ইউটিউবে ভিডিও দেখে ইংরেজি শিখেছি। কখন যে রাত গড়িয়ে ভোর হয়ে যেত, টেরই পেতাম না। পড়াশোনার প্রতি ভালোবাসাই আমাকে টেনে রেখেছিল।

 

তিনি আরও বলেন, আমার সবসময়ই ইচ্ছে ছিল উচ্চ ডিগ্রি নেয়ার। কিন্তু বিয়ের পর সেটা আর সম্ভব হয়নি। এখন সন্তানদের সফলতা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। বয়স কোনো বাধা নয়—আমি অনার্সে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে চাই।

 

শাম্মীর স্বামী অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট হাফিজুর রহমান মোল্লা বলেন, আমি সবসময় ওর পাশে থেকেছি। বলেছি, ভালো ফল না হলেও সমস্যা নেই—শুধু পাস করলেই হবে। এতে অন্যদের জন্যও অনুপ্রেরণা তৈরি হবে।

 

শাম্মীর বড় ছেলে মামুনুর রশীদ বলেন, আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান সন্তানদের একজন, যে তার মায়ের সাফল্যে এতটা গর্ব করতে পারে। এই আনন্দ ভাষায় প্রকাশের নয়।’

 

আরও পড়ুন: বিলুপ্তির পথে খুলনার প্রথম পাকা দালান ‘চার্লির কুঠিবাড়ি’

 

অদম্য সাহস, অটল মনোবল আর পরিবারের সহযোগিতায় শাম্মী আক্তার দেখিয়ে দিয়েছেন—স্বপ্ন পূরণে বয়স কোনো বাধা নয়। যতদিন ইচ্ছে থাকে, ততদিনই শুরু করার সময় আছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন