শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরায় এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, নব্বইয়ের গণ-অভ্যুত্থানের স্পিরিট দিয়ে পরের সংসদ হয়েছিল। তাই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা এতে সাইন করব না। রাজনৈতিক দল দিয়ে কিছু হবে না, যা করতে হবে সামষ্টিকভাবে করতে হবে। আগামী দিনে যারা নেতৃত্ব দেবেন, এর একমাত্র হকদার শহীদ পরিবার ও আহতরা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নব্বইয়ের গণ-অভ্যুত্থান থেকে চব্বিশের অভ্যুত্থানের ডাইমেনশন বদলেছে তরুণদের কারণে। যতদিন বাহাত্তরের সংবিধান থাকবে, ততদিন দেশের মানুষের মুক্তি সম্ভব নয়। আগামীর গণতান্ত্রিক দেশে বিপ্লবকে সংসদে নিয়ে যেতে হবে। তবেই শেখ হাসিনাকে ফাঁসি দেয়া যাবে। জাতীয় পার্টিসহ যারা ব্যাংক লোপাট করেছে, তাদেরসহ সব দোসরদের বিচার করা সম্ভব হবে।
আরও পড়ুন: নির্বাচনের আগে নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর কেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
অভ্যুত্থানে অংশ নেয়া নারী ও শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয়নি অভিযোগ করে এনসিপির এ নেতা বলেন, ড. মুহাম্মদ ইউনূস সব আমলাকে বের করে দেয়ার কথা বললেও এখনও সব দোসর আমলারা বহাল তবিয়তে আছেন। আন্দোলনে নারীদের স্বীকৃতি দেয়া হয়নি। নারী অধিকার নিয়ে কথা হচ্ছে না। শ্রমিকদের খারিজ করে দেয়া হচ্ছে। সংসদে যে দলই যাক, তাকে বিপ্লবকে ধারণ করতে হবে।
তিনি বলেন, বহির্বিশ্বে আমরা কথা বলেছি অনেকের সঙ্গে, কিন্তু আমরা ভারতের সঙ্গে কথা বলিনি। তাদের বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। ভারতকে বাংলাদেশ থেকে সব ধরনের সেটেলমেন্ট প্রত্যাহার করতে হবে।
আরও পড়ুন: বিএনপি ও জামায়াতের কথামতো হয়েছে সনদ: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘আমরা একটা ম্যাপ প্রকাশ করেছিলাম, সেখানে বাঙালিদের দুঃখ-কষ্ট বোঝানোর চেষ্টা হয়েছে। আমাদের সব বাংলাভাষী নিয়ে কাজ করছি। বিজেপির হিন্দুত্ববাদ বাদ দিয়ে মুসলিম মেজরিটির জাতিসত্ত্বার মানুষ দিয়ে নতুন সমাজ প্রতিষ্ঠা করতে চাই’, যোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
]]>
১ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·