সংসদ নির্বাচন: এখনও পর্যন্ত কোনো আসনেই জমা পড়েনি মনোনয়নপত্র

২ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। ঢাকা জেলার পাঁচটি সংসদীয় আসন ঢাকা ১, ২, ৩, ১৯ ও ২০ এই আসনগুলোতে এ পর্যন্ত মোট ৬২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে এখনও পর্যন্ত কোনো আসনেই জমা পড়েনি একটি মনোনয়নপত্রও।

 

দোহার ও নবাবগঞ্জ এলাকা নিয়ে গঠিত ঢাকা–১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২ জন প্রার্থী। কেরানীগঞ্জ ও সাভারের আংশিক এলাকা নিয়ে ঢাকা–২ আসনে মনোনয়নপত্র কিনেছেন ৬ জন। কেরানীগঞ্জ এলাকা নিয়ে গঠিত ঢাকা–৩ আসনে সবচেয়ে বেশি ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

অন্যদিকে, সাভারের বেশিরভাগ অংশ নিয়ে ঢাকা–১৯ আসনে মনোনয়নপত্র কিনেছেন ১৩ জন। আর ধামরাই এলাকা নিয়ে ঢাকা–২০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ জন প্রার্থী।

 

এদিকে রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময়ের মধ্যে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছেন।  

 

আরও পড়ুন: মনোনয়ন নিয়ে যশোরের ৫টি আসনে বিএনপিতে অস্থিরতা

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী বছর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে আজ রোববার দুপুর আড়াইটা পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময়ের মধ্যে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 

 

ইসি ঘোষিত তফসিলের প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

 

তবে, ১৮ ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দু’দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দু’দিন বৃদ্ধি করেছে ইসি।

 

আরও পড়ুন: জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের জোটে যুক্ত হলো এলডিপি ও এনসিপি

 

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের (অতঃপর সংবিধান বলে উল্লিখিত) অনুচ্ছেদ ৬৫-এর অধীন সংসদ গঠন করার লক্ষ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন; সেহেতু, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য ভোটারগণকে আহ্বান জানাচ্ছে এবং উক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য নিম্নবর্ণিত সময়সূচি ঘোষণা করছে।’
 

রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, সোমবার। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রোববার পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত।

 

আরও পড়ুন: ঢাকা-৬ আসনে মনোনয়নপত্র জমা, নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদী ইশরাক

 

আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার।

 

ভোটগ্রহণ, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন