সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

১ দিন আগে
আগামী বছরের পবিত্র রমজান মাস শুরু এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রতিষ্ঠান এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৬ সালের ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) পড়বে বলে আশা করা হচ্ছে।


শনিবার (১৫ নভেম্বর) আল জারওয়ানের বরাত দিয়ে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। যদিও সেই সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হতে পারে। এই গণনার উপর ভিত্তি করে, রমজান সম্ভবত ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে এবং ৩০ দিন ধরে চলবে।


খবরে বলা হয়, সবকিছু মিললে ২০২৬ সালে শাওয়ালের প্রথম দিন এবং ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) পড়বে। তবে, চাঁদ দেখা কমিটি তার কাছাকাছি সময়ে মুসলিমদের বৃহত্তম এই ধর্মীয় উৎসবের চূড়ান্ত ঘোষণা দেবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন