সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

৩ সপ্তাহ আগে
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলটির দুই কেন্দ্রীয় নেতার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কেন্দ্র থেকে এ ঘোষণা এসেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 

বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম  বলেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
 

সংঘাতের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, কমিটি বিলুপ্ত করা হয়েছে, এটুকুই আমার বক্তব্য।
 

আরও পড়ুন: রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলি-গাড়ি ভাঙচুর, আহত ২০


এর আগে মঙ্গলবার চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার সহ ২০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত হন ৫ জন।
 

বিকেলে হালদা নদীর সাত্তারঘাট পয়েন্টে সেতুর কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়। 


আহত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরী উভয়ের বাড়ি রাউজান উপজেলায়। রাউজানে বিএনপির নেতাকর্মীরা দুই নেতার আলাদা বলয়ে বিভক্ত। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আধিপত্য বিস্তার নিয়ে রাউজানে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘাত হয়েছে। এতে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে বলে গণমাধ্যমের ভাষ্য।

আরও পড়ুন: মিরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল বাস

উল্লেখ্য, ২০২২ সালের ২০ জুলাই গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ৪৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন