মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জামাল হাওলাদার ভেলুমিয়া ইউনিয়নের ১ ওয়ার্ড বিএনপির সভাপতি। তাকে হত্যার প্রতিবাদে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। কয়েকঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামের ইব্রাহিম রাঢ়ী ও আলম ব্যাপারীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ঈদুল ফিতরের দিনে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে দলবল নিয়ে দুপক্ষ জমি দখল করতে যায়।
এ সময় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে গেলে বিএনপি নেতা জামাল হাওলাদার মাথা ও শরীরের মারাত্মক আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে ভোলা জেনারেল হাসাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে বরিশাল নেয়ার পথেই তার মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় আরও ছয়জন আহত হন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: দুই ভাইকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৩
নিহতের স্বজনরদের অভিযোগ, শাকিল, নয়ন ও আক্তারের হামলায় জামাল মারা গেছেন। এদিকে বিএনপি নেতা জামাল হাওলাদারের মৃত্যুর খবরে ভোলা-ভেলুমিয়া সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন এলাকাবাসী। খবর পেয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
]]>