ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, গ্রেফতারের পর ৪ দিনের পুলিশ হেফাজতে ছিলেন আশিস। এরপর ধর্ষণ মামলায় তাকে জিজ্ঞাসাবাদ ও নানা পরীক্ষার জন্য অভিনেতার পুলিশ হেফাজতের সময় বাড়ানোর আবেদন জানানো হয়।
ভারতের স্থানীয় আদালতে দিল্লি পুলিশ আবেদন জানালে শনিবার (৬ সেপ্টেম্বর) দিল্লির তিস হাজারি আদালতে লিঙ্ক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পায়েল সিংহল আশিসকে আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।
ভুক্তভোগী ২৪ বছর বয়সী তরুণীর অভিযোগ, দিল্লির সিভিল লাইন্স এলাকায় বন্ধুর বাড়ির পার্টিতে আশিস কাপুর তাকে যৌন নিপীড়ন করেন। অভিযোগকারীর অভিযোগ, পার্টিতে মদ্যপানের পর তিনি অসুস্থ বোধ করেন। তখন অভিনেতা তাকে একটি ওয়াশরুমে নিয়ে যান। এরপর সেখানেই তাকে ধর্ষণ করেন।

প্রথমে তরুণী অভিনেতার সঙ্গে আরও দুইজন পুরুষের নামে ধর্ষণের অভিযোগ তোলেন। কিন্তু পরে বিবৃতি সংশোধন করে শুধু আশিসকেই অভিযুক্ত করেন।
মামলার অভিযোগে বলা হয়, ধর্ষণের ঘটনা ভিডিও করে তরুণীকে ব্ল্যাকমেইল করার চেষ্টাও করা হয়েছিল।
এমন অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন। এ মামলার তদন্তে খতিয়ে দেখা হচ্ছে আশিসের ব্যক্তিগত ফোন। প্রথমে অভিযুক্ত দুই পুরুষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য ভিডিও ফুটেজ সংগ্রহ চলছে। করা হয়েছে আশিসের মেডিকেল পোটেনসি টেস্ট।
আরও পড়ুন: নবাগতদের দিয়ে জোরপূর্বক দেহব্যবসা, অভিনেত্রী আনুশকা গ্রেফতার
পুলিশ বলছে, সব তথ্যের ভিত্তিতে তৈরি মূল রিপোর্ট আদালতে পেশ করা হবে। আর এতে দোষী সাব্যস্ত হলে শাস্তি বাড়তে পারে অভিনেতা আশিস কাপুরের।
আরও পড়ুন: বাড়ি ছেড়েছেন স্বামী, প্রেমিকের সঙ্গে থাকছেন শিল্পা!
প্রসঙ্গত, অভিনেতা আশিস কাপুর 'লাভ ম্যারেজ', 'প্রতিজ্ঞা ২', 'নন্দিনী'-সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন । তবে 'ইয়ে রিস্তা ক্যয়া কহেলতা হ্যায়' সিরিয়ালে ‘নিখিল’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকমহলে পরিচিত মুখ হয়ে ওঠেন।
]]>