সংখ্যালঘু নির্যাতনের দোহাই দিয়ে বাংলাদেশের দিকে আঙ্গুল তুলছে ভারত: সোহেল

৩ সপ্তাহ আগে
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, ‘দেশ লুটেপুটে খেয়ে পালিয়ে ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ভারত নানা ছুতোয় তাকে সমর্থন দিচ্ছে। ভারত খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, আর সংখ্যালঘু নির্যাতনের দোহাই দিয়ে বাংলাদেশের দিকে আঙ্গুল তুলছে।’

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।


নানা অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের দিকে আঙ্গুল না তুলে আয়নায় নিজের চেহারা দেখুন, না হয় আমরা ওই নখ কেটে দেব।’


হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘বন্ধুত্ব করতে চাইলে হাসিনা নয়, বাংলাদেশের সঙ্গে করুন। হাসিনার দুঃখে ষড়যন্ত্র ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুণ, অন্যথায় দেশের জনগণ ক্ষেপে গেলে কোনো অপশক্তিই টিকবে না।’


আরও পড়ুন: ভারতকে কঠোর হুঁশিয়ারি বিএনপি নেতা রিপনের


এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত গেয়ে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।


কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক খালেদা সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।


আরও পড়ুন: সোহেলকে কারাগারে পাঠানোয় ফখরুলের উদ্বেগ


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাইল মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হোসেন আকিল, অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল আহমেদ,  জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ, রুহুল হোসাইন, ইসমাইল হোসেন মধু, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সভাপতি  মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন প্রমুখ।


সম্মেলনে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন