কেন বিশেষ এই দিন?
সংখ্যাতত্ত্ববিদদের কাছে ৯ এক বিস্ময়কর সংখ্যা। সংখ্যাতত্ত্বে ৯ সংখ্যাটিকে ধরা হয় সম্পূর্ণতা ও চূড়ান্ততার প্রতীক। এটিকে বলা হয় এক চক্রের সমাপ্তি ও নতুন সূচনার দ্বার। যেমন ৯-এর যে কোনো গুণফলের অঙ্কগুলো যোগ করলে আবার ৯-এ ফিরে আসে (৯×৭ = ৬৩ → ৬+৩ = ৯)। এ কারণে ৯ সংখ্যাকে রহস্যময় ও পূর্ণতার প্রতীক মনে করা হয়।
বিরল উপস্থিতি
২০০৯ সালের ৯ সেপ্টেম্বরও (৯.৯.৯) বিশ্বজুড়ে এ নিয়ে উৎসাহ তৈরি হয়েছিল। ২০২৫ সালের এই দিনে আবারও ঘটল সেই সংখ্যাতাত্ত্বিক সমাহার। এবার পরবর্তী মিল আসতে হলে অপেক্ষা করতে হবে বহু বছর।
আরও পড়ুন: আজ ১-২-৩-১-২-৩!
আজকের দিনে কেউ খুঁজে পান জীবনের নতুন অধ্যায় শুরু করার অনুপ্রেরণা, কেউ বা খুঁজে পান এক ধরণের প্রতীকী পূর্ণতা। আবার অনেকের কাছে এটি নিছকই একটি কাকতালীয় মিল, তবে মিল হলেও এর মধ্যে যে এক ধরনের সৌন্দর্য আছে, তা অস্বীকার করার উপায় নেই।
সংখ্যার রহস্যময় এই যাত্রা হয়তো বিজ্ঞান দিয়ে সবসময় ব্যাখ্যা করা যায় না, কিন্তু ক্যালেন্ডারের পাতায় যখন এমন অদ্ভুত সমাহার ধরা দেয়, তখন দিনটি আর পাঁচটা দিনের মতো সাধারণ থাকে না।
সংখ্যার এমন অদ্ভুত মিল কেবল তারিখকেই আকর্ষণীয় করে না, বরং মানুষের ভাবনা ও বিশ্বাসকেও নাড়া দেয়। তাই বলা যায়, আজকের এই ৯.৯.৯ দিন সংখ্যাতত্ত্বপ্রেমীদের কাছে শুধু একটি দিন নয়, বরং এক বিশেষ অভিজ্ঞতা ও প্রতীকের দিন।