সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমণ্ডল আনন্দ বাজার সংলগ্ন আয়নালের স’মিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী একই এলাকার বাসিন্দা। স’মিলের মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, স’মিলে গাছ কাটার সময় অসাবধানতাবসত করাতে কাটা পড়ে শুকুর আলী গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কাপ্তাইয়ে স’মিলের ছত্রছায়ায় রাতের আঁধারে বন উজাড়
ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, ‘গাছ কাটা করাতে কাটা পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে স’মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’