ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় না পড়ে দ্রুত নির্বাচন দিন: মুরাদ

৪ সপ্তাহ আগে
ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় না পড়ে দ্রুত সংসদ নির্বাচন আয়োজন করার আহ্বান জানিয়েছন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

রোববার (৬ জুলাই) ধামরাইয়ের নান্নার ও বৌয়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের এক মতবিনিময় তিনি এ কথা বলেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, আওয়ামী লীগ হলো চোরের ও লুটের দল। আর বিএনপি হলো স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের দল। এ দেশকে যদি রক্ষা করতে হয় বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশের সংকট এখনও কাটেনি। শেখ হাসিনা ফ্যাসিস্ট সীমান্তের ওই পারে বসে আছে। ওইখানে বসে ষড়যন্ত্র করছেন।


আরও পড়ুন: নির্বাচন নিয়ে টালবাহানার জবাব রাজপথে দেয়া হবে: মুরাদ


তিনি বলেন, গত ১৭ বছরে এমন কোনো সেক্টর নেই যে শেখ হাসিনা ধ্বংস করে নাই। তাই দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। তবে এখনো গণতন্ত্র ফিরে আসেনি। তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে।


আরও পড়ুন: অনির্বাচিত সরকার দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়: মুরাদ


নুরুল হক দারুল উলুম দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে নান্নার ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হারুনুর রশীদ হারুন। রৌয়াইল ইউনিয়ন বিএনপি’র সভায় সভাপতিত্ব করেন ইদ্রিছ আলী।


এসময় আরও বক্তব্য রাখেন- অধ্যাপক এম এ জলিল, খন্দকার আবু তাহের মুকুট, আনসার আলী, খন্দকার আইয়ুব, লোকমান দেওয়ান, আসিফুর রহমান খান মিলন, মুরাদ বিশ্বাস প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন