শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত জাতি

৩ সপ্তাহ আগে
আগামীকাল ৫৪তম মহান বিজয় দিবসে শ্রদ্ধাভরে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতি। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বসাধারণের আগমন ঘিরে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত ধুয়ে মুছে করা হয়েছে পুরিষ্কার, পড়েছে রঙ-তুলির আঁচড়। পায়ে হাঁটার লাল ইটের পথও সাদা রঙের আঁচড়ে শুভ্র করে তুলছেন শিল্পীরা। আগাছা কেটে আর বর্ণিল ফুলের গাছ লাগিয়ে করা হয়েছে শোভাবর্ধন।

 

লেকে হাঁসের জলকেলি আর লালপদ্ম যেন বাড়তি মাত্রা যুক্ত করেছে ১০৮ একরের সৌধ চত্বরে।

 

স্মৃতিসৌধ ছেয়ে গেছে ফুলে ফুলে। ছবি ভিডিও থেকে নেয়া

 

স্মৃতিসৌধের দেখভালকারী গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, দিবসটি ঘিরে উন্নয়ন কাজের পাশাপাশি নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো এলাকা। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে স্মৃতিসৌধ এলাকা।

 

বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ‍গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকিত হয়েছে বর্ণিল আলোয়। ছবি ভিডিও থেকে নেয়া

 

আরও পড়ুন: বিজয় দিবসে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

 

এদিকে বিজয়ের ৫৩ বছর উদযাপনকে ঘিরে বর্ণিল আলোয় সেজেছে রাজধানী ঢাকা। সন্ধ্যা থেকেই লাল-সবুজের আলোকচ্ছটায় ঝলমলিয়ে উঠছে পুরো ঢাকা; এতে মুগ্ধ নগরবাসী।

 

বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ‍গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। ছবি ভিডিও থেকে নেয়া

 

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, আগারগাঁওয়ের সরকারি বেসরকারি স্থাপনাগুলোয় দেখা যায় বর্ণিল আলোর মেলা। বিজয়ক্ষণে এমন মুহূর্ত উদযাপন করতে রাস্তায় নেমে আসেন নগরবাসী। উপভোগ করছেন বর্ণিল আলোকসজ্জা। নগরজুড়ে এই আলোকসজ্জার বিকিরণে ফুটে উঠেছে গৌরবোজ্জ্বল অতীত আর দেশপ্রেমের অনুভূতি। 

 

আরও পড়ুন: বিজয় দিবসে মাঠে নামছেন সাবেক ক্রিকেটাররা
 

]]>
সম্পূর্ণ পড়ুন