শ্রীলঙ্কায় সাকলাইন ১১তম

১ সপ্তাহে আগে

শ্রীলঙ্কার কলম্বো এশিয়ান জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ একাদশ স্থান লাভ করেছে। সাকলাইন ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে নবম স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে একাদশ স্থান লাভ করেন। আজ (বৃহস্পতিবার) নবম বা শেষ রাউন্ডের খেলায় তিনি কুয়েতের আলহেজাব মেশালকে হারান।   সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে ভারতের ফিদে মাস্টার সৌরথ বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন... বিস্তারিত

সম্পূর্ণ পড়ুন