বাংলাদেশ ৯৮ রানের বড় ব্যবধানে হেরে শুরু করেছে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৩ ওভারেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।
আজিজুল হাকিম তামিমের দলের মাত্র দুজন পেরিয়েছেন বিশের ঘর, সেই দুজন আবার অর্ধশতকও করতে পারেননি। কালাম সিদ্দিকী ৪৬ ও আজিজুল ২৪ রান করেন। বাকিদের মধ্যে মো. আবদুল্লাহ ১৭, জাওয়াদ আবরার ১৪ ও আল ফাহাদ ১২ রান করেন। শ্রীলঙ্কার হয়ে ৩৫ রানে ৫ উইকেট নেন ভিগনেশ্বরণ আকাশ।
আরও পড়ুন: ফারুক আহমেদের আড়াইশ কোটি টাকা সরানো নিয়ে বিসিবির ব্যাখ্যা
এর আগে চামিকা হিনাতিগালার ৭৮, কাভিজা গ্যামেজের ৬০ ও সেনুজা ওয়েকুনাগোদার ৫০ রানে ভর করে শ্রীলঙ্কা ২৪১ করে। বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান আল ফাহাদ ও দেবাশীষ দেবা।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২৮ এপ্রিল। পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১, ৩, ৬ ও ৮ মে।