সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বুধবার (২৫ জুন) ব্যক্তিগত ৩৫ রানে আউট হন মুশফিক। দলীয় সংগ্রহ তখন ৬ উইকেট হারিয়ে ১৬০ রান। বৃষ্টিবিঘ্নিত কলম্বোয় ৭১ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২০ রানে দিন শেষ করেছে বাংলাদেশ।
এদিন দলের বিপর্যয়ে ব্যাট হাতে হাল ধরতে না পারলেও মুশফিক অনন্য এক মাইলফলকে পেছনে ফেলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার ইনজামাম-উল-হককে। তার সামনে কেবল সাবেক ভারতীয় ব্যাটার শচীন টেন্ডুলকার ও পাকিস্তানি ব্যাটার ইউনিস খান।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে ধাক্কা
টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে উঠে এসেছেন মুশফিক। ৩৩ ইনিংসে ৫৬.৮৯ গড়ে তার রান ১৫৯৩। বুধবারের ইনিংসে তিনি পেছনে ফেলেছেন ৩১ ইনিংসে ১৫৫৯ রান করা ইনজামামকে। ৩৬ ইনিংসে ১৯৯৫ রান করে দুইয়ে রয়েছেন টেন্ডুলকার আর ৪৮ ইনিংসে ২২৮৬ রান করে শীর্ষে রয়েছেন ইউনিস খান।
তালিকার সেরা চার ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ৭টি ফিফটির ইনিংস রয়েছে মুশফিকের। সেঞ্চুরিতে অবশ্য এগিয়ে টেন্ডুলকার। তিনি হাঁকিয়েছেন ৯টি সেঞ্চুরি। লঙ্কানদের বিপক্ষে টেস্টে মুশফিকের সেঞ্চুরি ৪টি।
আরও পড়ুন: সেঞ্চুরিতে সুখবর পেলেন শান্ত-মুশফিক, লিটন-নাহিদের পতন
তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ইউনিস ও টেন্ডুলকারের রেকর্ড ভাঙা মুশফিকের জন্য একপ্রকার অসম্ভব। কারণ ৩৮ বছর বয়সী মুশফিক রয়েছেন ক্যারিয়ারের দ্বারপ্রান্তে। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া এ উইকেটরক্ষক ব্যাটার যেকোনো সময় বিদায় জানাতে পারেন টেস্টকেও।
]]>