শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। লিগ পদ্ধতির সুপার ফোরের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এ ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ভেল্লালাগে খবর পান, তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে আর বেঁচে নেই। তার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করতে আজ ম্যাচের আগে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

এ ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে খেলা নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনকে এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম ও শেখ মেহেদী। 

 

আরও পড়ুন: ফারুকি ও জানাতকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দল

 

হংকং চায়নাকে হারিয়ে এবারের এশিয়া কাপের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারে টাইগাররা। তাই আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচটা ছিল বাঁচা মরার লড়াই। সে ম্যাচে অবশ্য ৮ রানের জয় পায় টাইগাররা। 

 

৩ ম্যাচের ২ জয় পেলেও তখনও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশর। তাকিয়ে থাকতে হয়েছিল শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের দিকে। সে ম্যাচে আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা জয় পাওয়া কোনো হিসেব-নিকেশ ছাড়াই সুপার ফোরে ওঠে লিটন বাহিনী। 

 

আরও পড়ুন: ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান

 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এখন পর্যন্ত ৪টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এই ৪ ম্যাচে বাংলাদেশ জিতেছে দুটিতে। বাংলাদেশের জয় দুটি ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। এই ভেন্যুতে বাংলাদেশ প্রথম টি–টোয়েন্টি খেলেছিল ২০২১ বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে মাচে ৮ উইকেট হারে বাংলাদেশ। পরের বছর এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হার ২ উইকেটে। 

 

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। 

 

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমান্থা চামিরা ও নুয়ান থুসারা।

 

 

 

 

 

বিস্তারিত আসছে................

]]>
সম্পূর্ণ পড়ুন