শ্রীলঙ্কার পেস বোলিং পরামর্শক হিসেবে নিযুক্ত হলেন মালিঙ্গা

২ সপ্তাহ আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। পেসারদের ধার বাড়াতে স্বল্পমেয়াদি চুক্তিতে কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এসএলসির এক বিবৃতিতে জানানো হয়েছে, মালিঙ্গা ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের পেসারদের প্রস্তুত করাই হবে মালিঙ্গার মূল কাজ। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।

 

আরও পড়ুন: চোটের কারণে বিগ ব্যাশ শেষ পাকিস্তানি পেসারের

 

সাদা বলের ক্রিকেটে নিজের সময়ের অন্যতম সেরা বোলার হিসেবে বিবেচিত মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে ৫০০’র বেশি উইকেট শিকার করেছেন। তার অনন্য অ্যাকশন ও ইয়র্কার দক্ষতা তাকে বিশ্বজুড়ে পরিচিত করেছে। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে একমাত্র শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই পেসার। পাশাপাশি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একাধিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

 

এসএলসির বিবৃতিতে বলা হয়, ‘সংক্ষিপ্ত সংস্করণে বিশেষ করে ডেথ ওভারের বোলিংয়ে মালিঙ্গার অসাধারণ দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বকাপের আগে দলের প্রস্তুতি আরও শক্তিশালী করতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট।’

 

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা ইংল্যান্ডের

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা তাদের অভিযান শুরু করবে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে, কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে তাদের অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। 

]]>
সম্পূর্ণ পড়ুন