শনিবার (৬ সেপ্টেম্বর) হারারে স্পোর্টস ক্লাবের মাঠে টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। পাওয়ার প্লেতে ৩৭ রান তুলতেই ৪ টপ-অর্ডার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা।
স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ করতেই ওপেনার কুশাল মেন্ডিসের উইকেট হারায় লঙ্কানরা। ৩ বলে ১ রান করা এই ব্যাটার মুজারাবানির বলে এনগারাভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তার কিছুক্ষণ পরই পাথুম নিসাঙ্কার উইকেট তুলে নেন ব্রাড ইভানস। মুনিয়ঙ্গার হাতে ক্যাচ দেয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮ বলে ৮ রান।
দলীয় ২৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। এবার নুয়ানিন্দু ফার্নান্দোর উইকেট তুলে নেন মুজারাবানি। ফেরার আগে তার ব্যাট থেকে মাত্র ১ রান। পরের ওভারেই কামিল মিশারাকে বোল্ড করেন ইভান্স।
আরও পড়ুন: ভারতে নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান অংশ নেবে না!
বোলিংয়ে এসেই কামিন্দু মেন্ডিসকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন সিকান্দার রাজা। ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন এই ব্যাটার। ২১ বলে ১৫ রান করা শানাকার উইকেট তুলে নেন সেন উইলিয়ামস।
একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন অধিনায়ক আসালাঙ্কা। তবে তাকে বোল্ড করেন সিকান্দার রাজা। চামিরাকেও শূন্য রানে সাজঘরে ফেরান রাজা। মহেশ থিকশানা আউট হন ৬ রান করে। শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ৮০ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। জিম্বাবুয়ের হয়ে ব্রাড ইভান্স ও অধিনায়ক সিকান্দার রাজা নেন ৩টি করে উইকেট। মুজারাবানি ২টি ও উইলিয়ামস নেন ১টি উইকেট।
আরও পড়ুন: এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটারদের চুলে বাহারি ছাঁট
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান্ট বেনেট ও মারুমানি। তবে ১২ বলে ১৭ রান করে আউট হয়ে যান মারুমানি। ২০ রানের মাথায় প্রথম দুটি উইকেট হারায় জিম্বাবুয়ে। দুটি উইকেটই নেন চামিরা। ২৭ রানে তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। এবার সিকান্দার রাজাকে বোল্ড করেন চামিরা। ৭ বলে ২ রান করেই সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক।
ওপেনার ব্রায়ান বেনেট ২৩ বলে ১৯ রান করে আউট হন। টনি মুনিওঙ্গা ফেরেন ৬ বলে ৩ রান করে। তবে রায়ান বার্ল জিম্বাবুয়েকে জয়ের পথেই রাখেন। বার্লকে সঙ্গ দেন তাশিঙ্গা মুসেকিয়া। চার হাঁকিয়ে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন মুসেকিয়া।
আর তাতেই ১৪.২ ওভারে ৫ উইকেটের জয় পায় জিম্বাবুয়ে। বার্ল ২২ বলে ২০ ও মুসেকিয়া ১২ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
]]>