‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠলো শ্রীলঙ্কাও। কপাল পুড়েছে আফগানিস্তান ‘এ’ দলের, আগের ম্যাচে হংকংকে হারিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের দিকে তাকিয়ে ছিল তারা। বাংলাদেশ জিতলে তাদের সেমির টিকিট মিলতো, আকবর আলীর দল শ্রীলঙ্কার কাছে হেরে গেছে ৬ রানে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভারত ‘এ’ দলের। দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান শাহিনসের।
শ্রীলঙ্কার দেওয়া ১৬০ রানের লক্ষে খেলতে নেমে শেষ ১৮ বলে ৩২ রান দরকার ছিল বাংলাদেশের। ৫ উইকেট হারানো বাংলাদেশের হয়ে তখনও ক্রিজে ছিলেন ইয়াসির আলী রাব্বি। কিন্তু দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি তিনি, ঠিকঠাক ব্যাটে-বলেও করতে পারছিলেন না। শেষ বলে রানআউট হওয়া এই ব্যাটার ১৭ বলে করেন ২০।
আরও পড়ুন: টি-টেনে দলকে জেতাতে ব্যর্থ সাইফ, শেষ হাসি তাসকিনদের
বাংলাদেশের সর্বোচ্চ ২৭ রান করেন হাবিবুর রহমান সোহান। জিশান আলম ১৭ রান করার পর জাওয়াদ আবরার ও আকবর আলীর ব্যাট থেকে আসে দুটি ২৫ রানের ইনিংস। শেষদিকে রাব্বির সঙ্গে জুটি বাধা এসএম মেহরব করেন ১৬। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন অধিনায়ক দুনিত ভেল্লালেগে।
৭ উইকেটে শ্রীলঙ্কা ১৬৯ রান করেছিল সাহান আরাচচিগের ব্যাটে। ৪৯ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬৯ রান করেন। বাকিদের কেউ অবশ্য ২৫-ও করতে পারেনিনি। বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ও আবু হায়দার রনি নেন ২টি করে উইকেট। রাকিবুল হাসান ও আবদুল গাফ্ফার নেন একটি করে।

১ সপ্তাহে আগে
৬






Bengali (BD) ·
English (US) ·