৯ উইকেটে জিতে স্বাগতিক দল।
রান তাড়া করতে নেমে দুই ওপেনারের উদ্বোধনী জুটি থেকেই আসে ৯৩ রান। রাচিন রবীন্দ্র ৫ রানের জন্য অর্ধশতক মিস করলেও সেঞ্চুরির দ্বারপ্রান্তে চলে যান উইল ইয়ং। ৮৬ বলে ১২ চারে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৯০ রানে। লক্ষ্যটা আরেকটা বড় হলে হয়তো তিনি শতক পেয়ে যেতেনও। মার্ক চাপম্যান ৩৬ বলে করেন ২৯ রান।
আরও পড়ুন: ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার, মিলল লর্ডসের টিকিটও
৪৩.৪ ওভারের মধ্যে শ্রীলঙ্কাকে ১৭৮ রানে গুটিয়ে দেয়ার নায়ক ম্যাট হেনরি হয়েছেন ম্যাচসেরা। ১০ ওভারে ১৯ রান নিয়ে ৪ উইকেট নেন তিনি। পাথুম নিসাঙ্কা ফিরিয়ে শুরুটা তিনিই করেন। ৯ রান করেন লঙ্কান ওপেনার। তবে আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দো লড়াই চালিয়ে যান। অন্যপ্রান্তে একের পর এক আউটের মিছিল চলতে থাকে।
আরও পড়ুন: কনস্টাসকে বুমরাহরা ‘ভয়’ দেখিয়েছিলেন, অভিযোগ অস্ট্রেলিয়া কোচের
কুশাল মেন্ডিস ২, কামিন্দু মেন্ডিস ৩, চারিথ আসালাঙ্কা ০ রান করে ফেরত যান। জানিথ লিয়ানাজ ৩৬ রান করে আভিস্কাকে সঙ্গ দেন। এরপর আউট হন নাথান স্মিথের ওভারে। ৬৩ বলে ৫৬ রান করে তিনিই লঙ্কানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক। চামিকা ভিক্রমাসিংহে ২২ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩৫ রান করেন। কিউইদের হয়ে বাকিদের মধ্যে জ্যাকব ডাফি ও নাথান স্মিথ ২টি করে উইকেট পান। স্যান্টনার নেন ১ উইকেট।