শ্রীলঙ্কাকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা

৩ সপ্তাহ আগে
কলম্বোয় কয়েক দফা বৃষ্টির ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভালোই ব্যাট করছিলো। আজিজুল হাকিম তামিম সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। শেষ পর্যন্ত সেঞ্চুরিটা পেলেন না, ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি, দল ২৮ ওভারে ২ উইকেটে করে ১৪৪ রান। বৃষ্টি আইনে ২৮ ওভারে স্বাগতিক দল পায় ১৯৮ রানের টার্গেট।

তৃতীয় ওয়ানডেতে ১০৭ রানেই শ্রীলঙ্কার যুবাদের ৭ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ২২ ওভারে ১০২ রান করার পর ফের বৃষ্টি নামে। শেষ পর্যন্ত আর মাঠে বল গড়ায়নি। ২২ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার করতে হতো ১৬০ রান। ফলে বাংলাদেশ পেয়েছে ৩৯ রানের জয়।


এর ফলে ৬ ম্যাচের সিরিজের দুটি জিতে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে গেল। ৯৮ রানে শ্রীলঙ্কা প্রথম ম্যাচ জেতার পর জাওয়াদ আবরারের ১০৬ বলে ১৩০ রানের ঝড়ে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে।


বুধবার (৩০ এপ্রিল) শ্রীলঙ্কার শুরুর চার ব্যাটারই আউট হন সিঙ্গেল ডিজিটে। এরমধ্যে দুটি উইকেট নেন আল ফাহাদ। সর্বোচ্চ ৩২ রান করেন কাভিজা গামাগে। বৃষ্টি মাথায় নিয়ে মাঠ ছাড়ার আগে অপরাজিতই ছিলেন তিনি।


আরও পড়ুন: সাকিব ও সোহাগ গাজীর বিরল রেকর্ডে ভাগ বসালেন মিরাজ


বাকিদের মধ্যে রামিরু পেরেরা ২১, সেনুজা নিন্দুওয়ারা ১৭ ও চামিকা হীনাতিগালা ১৬ রান করেন। বাংলাদেশের হয়ে ফাহাদ ও আজিজুল হাকিম দুটি করে উইকেট নেন। ইকবাল হোসেন ইমন, সামিউন বশির ও ফারহান শাহরিয়ার পান একটি করে।


এর আগে ২০ রানে বাংলাদেশ কালাম সিদ্দিকীর উইকেট হারালেও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আবরার ও আজিজুল হাকিমের ব্যাটে ঘুরে দাঁড়ায়। আবরার ৩৮ রান করে রানআউট হন, তার সঙ্গে আজিজুলের ৬৫ রানের জুটি হয়। দলপতি এরপর জুটি গড়েন রিজান হোসেনের সঙ্গে। রিজান বৃষ্টির আগে ৩৮ বলে ২৪ রান করেন। আজিজুলের ৮৪ বলে ৬৭ রানের ইনিংসটি সাজানো ৩ চার ও ২ ছয়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন