শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল এখন অবস্থান করছে শ্রীলঙ্কায়। সেখানে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে যুবা টাইগাররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাত্তা না পেলেও, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে আজিজুল হাকিমের দল।

কলম্বোয় সোমবার (২৮ এপ্রিল) শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২১১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে ৯ উইকেট ও ৯৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।  


টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিনসারা। তবে ফাহাদ-ইমনদের বোলিং তোপে শুরু থেকেই বিপদে পরে স্বাগতিকরা। স্কোর বোর্ডে পঞ্চাশ তোলার আগেই ৩ উইকেট হারায় তারা।


এরপর দুইটি ভালো জুটি করে শ্রীলঙ্কা। হেনাতিগালা ৫১ ও দিনুরা দামসিথর ৪৭ শ্রীলঙ্কাকে বড় স্কোরের দিকেই নিয়ে যাচ্ছিল। তবে এই দুই ব্যাটসম্যানকে হারানোর পর ব্যাটিংয়ে ধস নামে স্বাগতিকদের।


আরও পড়ুন: তাইজুল-নাঈমের ঘূর্ণিতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ 


শ্রীলঙ্কাদের ব্যাটিং ধসের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আল ফাহাদ। ৯.৫ ওভার বোলিং করে ৪৪ রান খরচায় নেন ৬ উইকেট। এছাড়া দুটি উইকেট শিকার করেছেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন।


জবাবে শুরুতে সিদ্দিকীকে হারালেও এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশের যুবারা। ওয়ান ডাউনে নেমে ৮৯ বলে ৬৯ রানের ইনিংসে জাওয়াদকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অপরদিকে জাওয়াদ আবরার ১০৬ বলে ১৩০ রানে অপরাজিত ছিলেন। জাওয়াদের এই ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ১৪টি চারের মার।  


এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশের যুবারা। সিরিজের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার (১ মে)।

]]>
সম্পূর্ণ পড়ুন