শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা, দুই বছর পর এবাদতের প্রত্যাবর্তন

৩ সপ্তাহ আগে
সংযক্ত আরব আমিরাত ও পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টিতে ভরাডুবির পর এবার শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজের চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। জুনেই দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। সেই সফর সামনে রেখে টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

বুধবার (৪ জুন) নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক হিসেবে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের ১৬ সদস্যের  দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিরিজেও শান্তর ডেপুটি হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। দলে বড় চমক হিসেবে আছেন এবাদত হোসেন চৌধুরী।


এই সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এবাদত হোসেন চৌধুরী। ২০২৩ এর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে এসিএলে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন এই ৩১ বছর বয়সী ফাস্ট বোলার। চলতি বছর ডিপিএলে মোহামেডানের হয়ে খেলায় ফেরার পর সম্প্রতি নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে 'এ' দলের টেস্ট সিরিজের তিনটি ম্যাচেই খেলেছেন। এই সিরিজে বল হাতে চার ইনিংসে মাত্র ৩ উইকেট শিকার করলেও দলে ডাক পেয়েছেন তিনি।


আরও পড়ুন: চমক রেখে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল ঘোষণা


এবাদতের সঙ্গী হিসেবে এই সিরিজে আছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ। ইনজুরি কাটিয়ে ফিরলেও এই সিরিজের দলে জায়গা হয়নি তাসকিন আহমেদের। স্কোয়াডে জায়গা পেয়েছেন চার স্পিনার। ভাইস ক্যাপ্টেন মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গী নাঈম হাসান ও হাসান মুরাদ।


টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন এনামুল হক বিজয়। স্কোয়াডে অপর ওপেনার সাদমান ইসলাম। ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও।


আগামী ১৭ জুন সিরিজের প্রথম টেস্ট গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গড়াবে। এরপর ২৫ জুন দ্বিতীয় টেস্ট শুরু হবে। এই টেস্টের ভেন্যু কলম্বোর এসএসসি স্টেডিয়াম। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে।


বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।

]]>
সম্পূর্ণ পড়ুন