দেশে ফিরেই নিজের পুনর্বাসনের কাজে লেগে পড়েছেন তাসকিন। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী তার দেখভাল করছেন। রিহ্যাবের অংশ হিসেবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন তাসকিন।
আপাতত রানিং অনুশীলনে মনোযোগ দিয়েছেন তাসকিন। ধীরে ধীরে ভারী অনুশীলনও শুরু করে দিবেন। আজ (১৫ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রানিংয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। তাসকিন জানিয়েছেন, শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফেরার ইচ্ছা তার। তবে এটাও মনে করিয়ে দিয়েছেন যে, সবকিছু নির্ভর করছে ফিটনেসের ওপর।
আরও পড়ুন: মোস্তাফিজের আইপিএল খেলায় বিসিবির শর্ত, সাকিবের বেলায় আপত্তি নেই
তাসকিন বলেন, ‘মাঠে ফেরার সময়টা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ইচ্ছা। যদি কোনো সমস্যা না থাকে জুনের প্রথম দিকে আশা করা যায়। যেভাবে (পুনর্বাসন) চলতেছে আমি খুশি আলহামদুলিল্লাহ। এখনও কোনো অভিযোগ নেই। যদি এভাবে স্মুথলি যায়, তাহলে তো খুবই ভালো।’
আগামী মাসে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। ওই সিরিজে অনুষ্ঠিত হবে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও সমানসংখ্যক টি-২০।
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই গোড়ালির চোটে আক্রান্ত তাসকিন। বিসিবি চিকিৎসকের পরামর্শ নিয়ে খেলেছিলেন ডিপিএলের কয়েকটি ম্যাচ। তবে চোট আরও বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠায় বিসিবি।