ক্যাপ্টেন লিডিং ফ্রম ফ্রন্ট। এশিয়া কাপের প্রথম ম্যাচেই নিজের ব্যাটিং ঝলক দেখিয়েছেন লিটন কুমার দাস। আবুধাবিতে দেড়শ'র বেশি স্ট্রাইক রেটে রান তুলে হয়েছেন ম্যাচ সেরাও।
টাইগারদের টি-২০'র নেতৃত্বটা ভালোই উপভোগ করছেন লিটন দাস। নিজে পারফর্ম করছেন, দলও আছে ছন্দে। চলতি বছর শর্টার ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রানটাও এলকেডির। আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এক ম্যাচে ছুঁয়েছেন দুই রেকর্ড। দুটাতেই তিনি পেছনে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও সুযোগ আছে আরও একটা রেকর্ডের পাশে নিজের নাম লেখানোর।
আরও পড়ুন: বাংলাদেশের টি-টোয়েন্টিতে ছক্কার রাজা এখন লিটন
মাহমুদউল্লাহকে পেছনে ফেলে টি-২০'তে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ ছক্কা লিটনের দখলে। গেল ম্যাচে রান সংখ্যাতেও সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহকে টপকে গেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লিটনের সামনে সুযোগ আছে, দেশের হয়ে টি-২০'তে সবচেয়ে বেশি রানের মসনদে বসার।
যে জায়গাটা এখনো দখল করে রেখেছেন সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার টি-২০'তে করেছেন ২৫৫১ রান। ২৪৯৬ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিটন। লঙ্কানদের বিপক্ষে ৫৬ রান করলেই এই ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক বনে যাবেন দিনাজপুরের এই ক্রিকেটার। সেটাও সাকিবের চেয়ে অন্তত ১৭ ম্যাচ কম খেলে।
আরও পড়ুন: হানিমুন পিরিয়ড শেষ করেছেন হৃদয়
টি-২০ দলের ফুল টাইম অধিনায়কত্ব পেয়েছেন বেশি দিন হয়নি। যদিও এরই মধ্যে জয়ের হিসেবে অনেককেই টপকে গেছেন লিটন। অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে ১০টি করে জয় আছে মাশরাফী বিন মোর্ত্তজা ও নাজমুল শান্তর। লিটন ২০ ম্যাচে নেতৃত্ব দিয়েই দলকে এনে দিয়েছেন ১১ জয়। সমান ১৬টি করে জয় নিয়ে লিটনের সামনে আছে মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান।
]]>